২৮ এপ্রিল ২০২০, ২১:৫৫

লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির উপহার সামগ্রী বিতরণ

  © টিডিসি ফটো

করোনা ভাইরাস মহামারিতে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব এর যুব সংগঠন ‘লিও ক্লাব’ অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রহরী ও ক্যাম্পাস সংলগ্ন এলাকায় মোট ১৫৬ টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, চিনি, মুড়ি ও খেজুরসহ খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া কোটিবাড়ী পুলিশ ফাড়িসহ স্থানীয়দের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্লোভস বিতরণ করা হয়।

লায়ন্স ক্লাব অব ঢাকা কিংসের ভাইস প্রেসিডেন্ট লায়ন মাসুদ রানা মজুমদার এর সার্বিক সহযোগিতায় উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন 'লিও ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি' এর ক্লাব কনভেনার লিও মো. জাহিদুল ইসলাম। এতে সার্বিক তত্বাবধান করেছেন ক্লাবটির এডভাইজর লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ এবং ক্লাব কো-অর্ডিনেটর ও লিও ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি কিংস এর সভাপতি লিও মো. ইমরান হোসেন।

লায়ন আজহার মাহমুদ পিএমজেএফ বলেন, মহামারী কোভিড ১৯ এর কারনে দেশের নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পাশে আমরা সাধ্যমতো থাকার চেষ্টা করছি। আশাকরি সমাজের সকলের উচিত এসব মানুষ গুলার পাশে দাড়ানো।