ত্রাণসামাগ্রী নিয়ে ৩২০ পরিবারের কাছে বেরোবির স্বাধীনতা ও জেলা পরিষদ
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৪:৪০ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২০, ০৫:০৫ PM
করোনাভাইরাস সংকটে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অফিসারদের সংগঠন ‘স্বাধীনতা পরিষদ’ এবং রংপুর জেলা পরিষদ। তাদের সমন্বিত উদ্যোগে ৩২০টি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ত্রাণ বিতরণ করা হয়।
স্বাধীনতা পরিষদের সদস্য, বেরোবির সিনিয়র শিক্ষকদের অর্থ সহায়তা ও রংপুর জেলা প্রশাসনের বিশেষ বরাদ্দে এই ত্রাণ বিতরণ করা হয় বলে পিএস-টু-ভিসি আমিনুর রহমান বিষয়টি জানিয়েছেন।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীর, স্বাধীনতা পরিষদের আহবায়ক এরশাদুজ্জামান, পিএস-টু-ভিসি(ডেপুটি রেজিস্ট্রার-একাডেমিক) আমিনুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিখিল বর্মণ, সামসুল হক, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম, সহকারী নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের নিম্ন বেতনভুক্ত ডাইনিং কর্মচারী, ক্যাফেটেরিয়া কর্মচারী, মাস্টাররোল কর্মচারী ও ক্যাম্পাস সংলগ্ন মেসের বুয়াসহ নিম্নআয়ের ৩২০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।