বেরোবি’র স্বাধীনতা পরিষদ ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ
বিশ্বব্যাপী বিরাজমান প্রাণঘাতী করোনাভাইরাস এর সংক্রমণের বিস্তার রোধে সারাদেশে চলমান লকডাউনের ফলে কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসারদের সংগঠন ‘স্বাধীনতা পরিষদ’ এবং রংপুর জেলা পরিষদের সমন্বিত উদ্যোগে ৩২০টি পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই ত্রাণ বিতরণ করা হয়। স্বাধীনতা পরিষদের সদস্য, বেরোবি’র সিনিয়র শিক্ষকদের অর্থ সহায়তা ও রংপুর জেলা প্রশাসনের বিশেষ বরাদ্দে এই ত্রাণ বিতরণ করা হয় বলে পিএস-টু-ভিসি আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের নিম্ন বেতনভুক্ত ডাইনিং কর্মচারী, ক্যাফেটেরিয়া কর্মচারী, মাস্টাররোল কর্মচারী ও ক্যাম্পাস সংলগ্ন মেসের বুয়াসহ নিম্নআয়ের ৩২০টি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
এতে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীর, স্বাধীনতা পরিষদের আহবায়ক এরশাদুজ্জামান, পিএস-টু-ভিসি(ডেপুটি রেজিস্ট্রার-একাডেমিক) আমিনুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিখিল বর্মণ, সামসুল হক, সহকারী নিরাপত্তা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।