২৩ এপ্রিল ২০২০, ১৬:৪৬

দুই সম্পাদকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবি ইবি প্রেসক্লাবের

  © ফাইল ফটো

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা পরিস্থিতির মধ্যে চাল ও ত্রাণ চুরির খবর প্রকাশের জেরে চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেসক্লাব। 

অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার ও বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ চারজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ফেরদাউসুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহাদাত তিমির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এতে ওই মামলাকে উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক বলে অভিহিত করে তা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারের দাবি জানান ইবি প্রেসক্লাবের নেতারা। বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চাল ও ত্রাণ চুরির খবর প্রকাশের জেরে গত ১৭ এপ্রিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার ও বিডি নিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা করেন।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। এ মামলা ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক উল্লেখ করে বলা হয়, সাংবাদিকদের কাজ সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন সাধন করা। সেই দায়বদ্ধতা থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কিছু ব্যাক্তিবর্গ ক্ষুদ্ধ হয়ে দলীয় ক্ষমতা ব্যবহার করে সাংবাদিকদের হয়রানি করছে।

ইবি প্রেসক্লাব এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জাননোর পাশাপাশি অনতিবিলম্বে এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।