করোনায় মাওলানা জুবায়েরের জানাজায় মানুষের ঢল
বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহাম্মদ আনসারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ায় তার প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজায় তার ভক্ত, ছাত্র ও গুণগ্রাহী মানুষের ঢল নেমেছে। এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য নির্দেশনা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেশে করোনাভাইরাস বিস্তার ঠেকাতে সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। আর চলাচলের জন্য বড় ধরণের কোন যানবাহন নেই। তবুও মাওলানা জুবায়েরের জানাজার নামাজে অংশ নিতে ব্রাহ্মণবাড়িয়ার আশপাশ থেকে যেভাবে পারে মানুষ দলবদ্ধ হয়ে অথবা একাকি চলে এসেছেন। তাঁকে শেষ বিদায় জানাতে এবং দোয়ায় অংশ নিতে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা-কর্মীসহ ভক্তরা সকাল থেকে জড়ো হন। যদিও আশপাশে আইন শৃঙ্খলাবাহিনী নিয়োজিত ছিলেন। তবে তারা জানাজায় অংশগ্রহনকারীদের বাধা দেননি।
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জানাজায় অংশগ্রহনকারীদের মধ্যে বিশেষ সুরক্ষামূলক কোন ব্যবস্থা লক্ষ্য করা যায়নি। কিছু মানুষের মুখে মাস্ক দেখা গেলেও অধিকাংশরা এসেছেন কোন ধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়া। এছাড়া পরস্পরের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধের গাইডলাইনে নির্দেশিত তিন ফুট বা ১ মিটারের দূরত্ব বজায় রাখতেও সচেতনতা ছিল না।
শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার কন্যা ও অসংখ্য ভক্ত-ছাত্র-গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে তিনি দেশ-বিদেশে ওয়াজ-মাহফিলে অংশগ্রহণ করেছেন। আকর্ষণীয় কোরআন তেলাওয়াত ও চমৎকার কোরআনের তাফসিরের জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন।
মরহুম মাওলানা জুবায়ের আহাম্মদ আনসারী জামিয়া রাহমানিয়া বেড়তলা, সরাইল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপালের দায়িত্ব পালনের পাশাপাশি অগণিত মসজিদ-মাদরাসা প্রতিষ্ঠা ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। প্রতিভাবান এই আলেমের মৃত্যুর সংবাদে আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, ২০১৬ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন তিনি। ।
তার মৃত্যুতে ওয়ায়েজদের বৃহৎ সংগঠন ‘রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ’-এর সভাপতি মাওলানা আবদুল বাসেত খান সিরাজী ও মহাসচিব হাফেজ মাওলানা হাসান জামিল শোক প্রকাশ করেছেন। তিনি এই সংগঠনের উপদেষ্টা ছিলেন।