১৭ এপ্রিল ২০২০, ১৮:৫৩

চিকিৎসায় অবহেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

  © টিডিসি ফটো

প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে চিকিৎসায় অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

তবে সংশ্লিষ্টরা বলছেন, সেলিম পূর্ব অসুস্থতা নিউরোমিলাইটিস অপটিকায় (এনএমও) আক্রান্ত হয়ে মারা গেছেন। দীর্ঘদিন ধরে এ রোগে ভুগছিলেন তিনি।

নিহত ইবি শিক্ষার্থীর নাম সেলিম হোসেন। সে বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী। সেলিম হোসেনের গ্রামের বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বারইপাড়ায়। সেলিম তার পিতা মো. লুৎফর রহমানের ছোট সন্তান ছিলেন৷

জানা যায়, গতবছর অসুস্থ হওয়ার পরে পারিবারিক অবস্থা খারাপ হওয়ায় সেলিমের চিকিৎসার জন্য ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গায় ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসার খরচ জোগাড় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর সুস্থ হয়ে জুলাই মাসে ক্যাম্পাসে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসেন সেলিম।

পারিবারিক সূত্রে জানায়, গতকাল ফের তার শারিরীক অবস্থার অবনতি হলে বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে চিকিৎসা সেবায়ও কিছু গাফিলতি ছিল বলে অভিযোগ করছেন পরিবারসহ সেলিমের সহপাঠিরা।

এদিকে সেলিমের মৃত্যুতে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযু্ক্তি বিভাগসহ তার সহপাঠী সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কেউই সেলিমের এমন অকালে চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না৷

তবে সেলিমের মৃত্যুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে তাৎক্ষণিক কোন কিছু জানাতে পারেননি।