১০ এপ্রিল ২০২০, ১৮:০১

২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গণ বিশ্ববিদ্যালয়

  © ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ধারাবাহিকভাবে বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। সরকারী নির্দেশনা অনুযায়ী আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী রেজিষ্ট্রার আবু মুহাম্মদ মুকাম্মেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময় পর্যন্ত ক্যাম্পাস ভিত্তিক সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ এপ্রিল পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভিত্তিক সকল কার্যক্রম বন্ধ থাকলেও অনলাইনে ক্লাস চালু থাকবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও অনুষদের ডিনদের উদ্দ্যোগ গ্রহণ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের জরুরী বিভাগ অর্থাৎ ডেইরি ফার্ম, বিদ্যুৎ ও নিরাপত্তা বিভাগ যথা নিয়মে খোলা থাকার কথা জানানো হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের জরুরী ভিত্তিতে কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে প্রয়োজন হলে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে দায়িত্ব পালন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ সরকারী নির্দেশনা মোতাবেক দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম দফায় ১ মার্চ পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছিল গবি প্রশাসন। ২য় দফায় মেয়াদ বাড়ে ১ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত। এবার তৃতীয় দফায় ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।