০৫ এপ্রিল ২০২০, ২১:৫৮

জাবির ৪৪ ব্যাচের বর্ষপূর্তির অর্থ দিয়ে ত্রাণ বিতরণ

  © টিডিসি ফটো

করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে পুরো পৃথিবীজুড়েই আক্রান্ত। অনির্দিষ্টকালের লকডাউনের জন্য দেশের স্বল্প আয়ের মানুষ বির্পযস্ত। এমন অবস্থায় বর্ষপূর্তির অর্থ দিয়ে শ্রমজীবী অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা।

জানা যায়, গত ২৮ মার্চ ছিল ব্যাচটির পাঁচ বছর পূর্তি। কিন্তু দেশের এই দুর্যোগকালীন সময়ে ক্যাম্পাস বন্ধ, শিক্ষার্থীরা সব বাড়িতে। এমন অবস্থায় ব্যাচটির শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেয় বর্ষপূর্তির টাকা তারা মানব সেবার কাজে ব্যায় করবেন।

তারই অংশ হিসেবে টাকা তুলে ত্রাণ বিতরণ করেছেন তারা। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে অবস্থিত ৪৪ চত্ত্বরে এই ত্রান বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ব্যাচটির শিক্ষার্থী জাহিদ হাসান। তিনি বলেন, ক্যাম্পাসের ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও বট তলার কর্মচারীদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়েছে।