করোনার প্রাদুর্ভাবে বশেমুরবিপ্রবির ফ্রেশারস ডিবেট স্থগিত
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফ্রেশারস বিতর্ক প্রতিযোগিতা-২০২০ স্থগিত করা হয়েছে।
গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে শুরু হওয়া এ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ২০ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
এ বিষয়ে বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি ইজাজুর রহমান বলেন, ‘করোনা ভাইরাস প্রতিনিয়ত ভয়াবহ রূপ ধারণ করেছে। সতর্কতা স্বরূপ আমাদের বিশ্ববিদ্যালয়ও বন্ধ ঘোষণা করেছে। এসকল পরিস্থিতি বিবেচনা করেই আমরা প্রতিযোগিতাটির পরবর্তী অংশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এসময় তিনি আরো বলেন যে, প্রতিযোগিতার পরবর্তী অংশ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নবীন শিক্ষার্থীদের বিতর্কে উৎসাহী করে তুলতে ২০১৯ সাল থেকে ফ্রেশারজ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করছে বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি। এ বছরের প্রতিযোগীতায় ৮০ টি দল অংশগ্রহণ করেছে।