১৯ মার্চ ২০২০, ১৯:৩৭

করোনা আতঙ্কে প্রশাসনের সিদ্ধান্তের আগেই ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

  © টিডিসি ফটো

করোনাভাইরাসের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বব্যাপী। সচেতনতার অংশ হিসেবে এর বিস্তার ঠেকাতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করেছে সরকার। প্রাণঘাতী এই ভাইরাস আতঙ্কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগেই অনেকেই বাড়ি ফিরেছেন এবং অনেকেই ফেরার প্রস্তুতি সম্পন্ন করছেন। গতকাল বুধবার হল প্রভোস্টদের জরুরি মিটিং থেকে ভাইরাসের ঝুঁকি ঠেকাতে আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত নেয় বেরোবি হল প্রশাসন।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান জানান, করোনা সতর্কতার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে হল থেকে নিজ নিজ বাড়িতে নিরাপদে অবস্থান করার জন্য বলা হলো। এ আদেশ ১৯ মার্চ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

হল প্রশাসনের এক নোটিশে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল দশটার মধ্যে হল ত্যাগ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীরা ক্যাম্পাস এবং হল ছাড়তে শুরু করেছেন। বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন শূন্যতায় পরিণত হয়। দলবেঁধে এবং একাকী যে যেভাবে পারছে ব্যাগ-বস্তাসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ির পথে রওয়ানা হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী নবাব বলেন, সম্প্রতি দেশব্যাপী করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে গেছে। যার বিরূপ প্রভাব বেরোবিতেও পড়ার সম্ভাবনা আছে। একজন আবাসিক শিক্ষার্থী হিসেবে নিজের সুস্থতা এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আমার বাসায় যাওয়া উচিত বলে আমি মনে করছি।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী আশরাফুন নেছা আশা বলেন, আমাদের ক্যাম্পাস বা হলেও করোনা ছড়াতে পারে। নিজেকে নিরাপদ রাখা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। তাই বাড়িতে বাবা মায়ের কাছে চলে যাচ্ছি।

মেসে অবস্থান করা শিক্ষার্থী আবির হাসান বলেন, আগে জীবন, অতঃপর ক্লাস-পরীক্ষা। করোনায় একজন আক্রান্ত হলে তা দ্রুত সবার মাঝে ছড়িয়ে পড়বে। করোনায় জনসমাগম এড়িয়ে চলতে বলা হলেও মেস এবং হলগুলোতে গাদাগাদি করে থাকতে হচ্ছে অনেক জন। এটাতো অনেক বড় জনসমাগম। তাই আমি নিরাপদে মায়ের কোলে ফিরে যেতে চাই।

প্রসঙ্গত, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। পরবর্তীতে প্রয়োজন হলে ছুটি আরও বাড়ানো হবে।’