তিতুমীর কলেজে নবীনদের বরণ করে নিল লক্ষ্মীপুর ছাত্রকল্যাণ পরিষদ

  © টিডিসি ফটো

‘স্বপ্ন পূরণে আগামীর পথে থাকবো মোরা একসাথে’ স্লোগানকে সামনে রেখে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সরকারি তিতুমীর কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ। রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় ব্যবস্থাপনা বিভাগের সেমিনারে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাত্রকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল হক। বিশেষ অতিথি ওই বিভাগের প্রভাষক সালমা প্রমুখ শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান সূত্র জানায়, লক্ষ্মীপুর জেলা থেকে আগত ১৯-২০ শিক্ষাবর্ষের প্রায় ৫০ জন শিক্ষার্থী তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগে পড়ার সুযোগ পেয়েছে। তাদেরকে বরণ করে নিতে এমন আয়োজনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

নবীনবরণ অনুষ্ঠানে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা 

ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সাইফুল হক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, যে স্বপ্ন নিয়ে এ অঙ্গনে এসেছ সেই স্বপ্ন বাস্তবায়নে তোমাদেরই প্রচেষ্টা চালাতে হবে। স্বপ্নের সফল বাস্তবায়ন বাঁধাগ্রস্ত করতে পারে এমন পথগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবে। এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকবে। তাহলেই লক্ষ্য অর্জনে সক্ষম হবে। এছাড়া তোমাদের যেকোনো প্রয়োজনে আমরা তোমাদের পাশে আছি।


সর্বশেষ সংবাদ