১০ মার্চ ২০২০, ১১:২৬

বশেমুরবিপ্রবিতে অনশন আন্দোলন চলমান (ভিডিও)

  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অনশন এবং অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন বিভাগটির শিক্ষার্থীরা।

আজ (মঙ্গলবার) দাবি আদায়ের লক্ষে প্রশাসনিক ভবনের সামনে প্রায় ২০ জন শিক্ষার্থী টানা ষষ্ঠ দিনের মত অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং প্রায় শতাধিক শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন এখন পর্যন্ত প্রায় ২০ জন শিক্ষার্থী অনশন এবং আন্দোলনের ফলে অসুস্থ হয়ে পড়েছেন যাদের মধ্যে ২০ জন বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে প্রশাসনিক ভবন তালাবদ্ধ করে দেয়ায় টানা দ্বিতীয় দিনের মত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন অনুমোদন না দেয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন।

উল্লেখ্য, ইউজিসির অনুমোদন ছাড়াই ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইতিহাস বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করেন বশেমুরবিপ্রবির সাবেক উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। পরবর্তীতে চলতি বছরের ৬ ফেব্রুয়ারী বিভাগটিতে নতুন কোনো শিক্ষার্থী ভর্তি না করানোর নির্দেশ দেয় ইউজিসি। ইউজিসির সিদ্ধান্তের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারী রাত থেকেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে বিভাগটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ইউজিসি ১৮ ফেব্রুয়ারী প্রফসর ড. দিল আফরোজ বেগমকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।