বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেরোবি উপাচার্যের ‘হাজিরা খাতা’ দ্বিখন্ডিত, পুলিশের কাছে হস্তান্তর
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০৬:৩৮ PM , আপডেট: ১০ মার্চ ২০২০, ১২:৩৪ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের সংগঠন ‘অধিকার সুরক্ষা পরিষদ’ উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহর ‘হাজিরা খাতা’ শিরোনামে হাজিরা বোর্ডর্টি দ্বিখন্ডিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বোর্ডটি উদ্ধারের পর পুলিশের হাতে হস্তান্তর করেছে অধিকার সুরক্ষা পরিষদ। বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবনের পশ্চিমে দ্বিখন্ডিত অবস্থায় পাওয়া যায়।
জানা যায়, গত ৩রা মার্চ দিবাগত রাতে হাজিরা খাতার বোর্ডটি চুরি হয়। ৫ মার্চ উপাচার্যের হাজিরা খাতা চুরি হওয়ার প্রতিবাদে এবং চোরদের ধরার জন্য রেজিস্ট্রার বরাবর লিখিত দেয়া হয় এবং তাজহাট থানায় সাধারণ ডায়রি করেছে অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মতিউর রহমান ও সদস্য সচিব ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক খায়রুল কবীর সুমন।
৮মার্চ শেখ রাসেল চত্বরে একটি হাজিরা খাতা পুনরায় স্থাপন করা হয়। একই সাথে ক্যাম্পাসের দুই নম্বর প্রধান ফটক সংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে আরেকটি হাজিরা খাতা স্থাপন করা হয়। ৯ মার্চ দুপুর দেড়টায় হারানো হাজিরা খাতার বোর্ডটি ক্যাম্পাসের পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে তুলে দেওয় হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি তুহিন ওয়াদুদ বলেন, ‘আমরা খবর পেয়ে প্রশাসনিক ভববের পশ্চিমে গিয়ে ৩ মার্চ রাতে হারানো উপাচার্যের হাজিরা খাতার বোর্ডটি দ্বিখন্ডিত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে পুলিশকে খবর দিলে তারা ফাঁড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে।’
অধিকার সুরক্ষা পরিষদের সদস্যসচিব ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক খায়রুল কবীর সুমন বলেন, ‘যেহেতু আমরা হাজিরা খাতা চুরি হওয়ার পরিপ্রেক্ষিতে তাজহাট থানায় সাধারণ ডায়রি করেছি, তাই এই ভাঙা বোর্ডটি আলামত হিসেবে পুলিশের তদন্তের কাজে প্রয়োজন হবে মর্মে আমরা পুলিশের কাছে দেওয়া উপযুক্ত কাজ বলে মনে করেছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুহিব্বুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেছেন বোর্ডটি তারা উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রেখে গেছেন।