মুজিববর্ষে ম্যুরাল স্থাপনের জন্য জায়গা চেয়ে বঙ্গবন্ধু পরিষদের স্মারকলিপি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগ পার হলেও নেই বঙ্গবন্ধুর স্থায়ী কোন ম্যুরাল। বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে তৈরী করা হয় অস্থায়ী প্রতিকৃতি। ক্যাম্পাসে স্থায়ীভাবে ম্যুরাল স্থাপনের জন্য জায়গা বরাদ্দ চেয়ে বুধবার উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বেরোবি বঙ্গবন্ধু পরিষদ।
বেরোবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান স্বাক্ষরিত স্মারকলিপিতে স্থায়ী ম্যুরাল স্থাপনের জন্য নির্দিষ্ট জায়গা চেয়েছেন তারা। স্মারকলিপিতে তারা উল্লেখ করে বলেন, মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ বেরোবি শাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের জন্য সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু প্রতিষ্টালগ্ন থেকে অদ্যাবধি বেরোবি ক্যাম্পাসে জাতির পিতার কোন ম্যুরাল স্থাপিত হয়নি। যা অত্যন্ত দুঃখজনক। তাই বঙ্গবন্ধু পরিষদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্ব-উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পেছনে অর্থ্যাৎ প্রশাসন ভবনের পূর্বদিকে মাঝখানের জায়গাটি বরাদ্দের জন্য দাবী জানান।
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতেই স্থায়ী মূরাল তৈরী করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তাই একই জিনিস দুই জায়গা থেকে হওয়ার কোন সুযোগ নেই। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের কোন স্থাপনার একমাত্র এখতিয়ার শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের।’