০৫ মার্চ ২০২০, ১০:০৭

বখাটের হামলায় ক্ষতবিক্ষত ববি ছাত্রী

  © ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গণিত বিভাগের এক ছাত্রীকে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় মারধর করা হয়েছে অভিযোগ উঠেছে। বুধবার (০৪ মার্চ) সকালে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, রোববার (১ মার্চ) বিকেল ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের চতুর্থ ও পঞ্চম তলার সিঁড়িতে এ হামলা চালায় বখাটেরা।

আহত ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, ১ মার্চ পরীক্ষা শেষে একাডেমিক ভবনের পাঁচতলা থেকে নিচে নামার সময় মুখোশধারী কয়েকজন বখাটে ভূক্তভোগী ছাত্রীর পথরোধ করে। পরবর্তীতে মুখে কাপড় গুঁজে দিয়ে জ্যামিতির কম্পাস দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে।

পরে তাকে রশি দিয়ে পেটানো হয়। পরে বাসায় গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান হেনা রানী বিশ্বাস গণমাধ্যমকে জানান, বিষয়টি আমাদেরকে জানানো হয়নি।

যোগাযোগ করা হলে ববি প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, এমন কোনো অভিযোগ পেলে অবশ্যই ঘটনা খতিয়ে দেখা হবে। জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো অভিযোগ পাননি বলে তারা জানান।

এদিকে বখাটেরা পূর্ব পরিচিত কিনা এমন প্রশ্নের জবাবে ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, তারা বখাটেদের চেনেন না। তবে ২০১৮ সালে ১৫ অক্টোবর ওই ছাত্রীকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়। ওই সময় এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করা হয়।