গভীর রাতে চবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০২:০৫ AM , আপডেট: ০৫ মার্চ ২০২০, ০৩:১৭ AM
পূর্ব ঘটনার জেরে গভীর রাতে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী সিক্সটি-নাইন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বিজয় গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাঁধে। এসময় অন্তত ৬টি ককটেল বিস্ফোরণ হয়েছে।
রাত তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে। প্রক্টরিয়াল বডি এবং পুলিশ এ সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এদিকে, রাত পোহালেই বৃহস্পতিবার সকাল থেকে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তী উৎসব। ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষের কারণে এ আয়োজন করা যাবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, আ জ ম নাসিরের অনুসারী একাধিক গ্রুপ একসঙ্গে হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে থাকা বিজয় গ্রুপের নেতাকর্মীদের উপর। এসময় হলের লাইটগুলো ভেঙ্গে দেওয়া হয়।
রাত পৌনে তিনটার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে লাঠিচার্জ শুরু করে। এসময় ৫২ জনকে আটক করা হয়। শেষ খবর পাওয়া পযর্ন্ত দুই পক্ষের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।
প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আটককৃতদের যাচাই-বাচাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বুধবার বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।