০৪ মার্চ ২০২০, ১৩:৫৯

বিশ্ববিদ্যালয় শিক্ষকের গায়ে প্লাস্টিকের বোতল-পলিথিন

প্লাস্টিকের বোতল-পলিথিনের জামা জাড়িয়ে রয়েছেন প্রভাষক সাদিক হাসান শুভ

কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি পরিবেশ বিষয়ক সংগঠনের অনুষ্ঠানে শিক্ষক নিজের গায়ে তুলে নিয়েছেন প্লাস্টিকের বোতল-পলিথিনের জামা। আর পরিচ্ছন্নকর্মী আবদুল লতিফকে বানানো হয়েছে প্রধান অতিথি। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা শিক্ষিত মানুষ। কেন যেখানে-সেখানে ময়লা ফেলেন?’

ইনস্টিটিউট অব লার্নিং অ্যান্ড প্রমোটিং টলারেন্স-ইনলেপ্ট আয়োজিত ‘অবুঝ তুমি সবুজ হও’ শীর্ষক সেমিনার ও র‌্যালিতে এই ব্যতিক্রমধর্মী আয়োজন লক্ষ্য করা গেছে। অনুষ্ঠান চলছে। প্রধান অতিথির আসনে অস্বস্তি নিয়ে বসে আছেন ৬০ বছর বয়সী এক ব্যক্তি। চোখে-মুখে অন্য রকম অভিব্যক্তি। আর তাঁর পাশে প্লাস্টিকের বোতল-পলিথিনের জামা পরিধান করে বসেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক সাদিক হাসান শুভ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবন মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে পরিবেশ দূষণ ও রক্ষার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

প্লাস্টিকের বোতল-পলিথিনের জামা জড়িয়ে অনুষ্ঠানের আয়োজক সাদিক হাসান শুভ বলেন, পরিবেশ ও জলবায়ুকে বাঁচাতে আমরা সচেতনতা তৈরির চেষ্টা করছি। গত এক মাসে আমার বাসায় দৈনন্দিন কাজে ব্যবহৃত প্লাস্টিক একত্র করে আমি একটি পোশাক বানিয়েছি। আজ সেই পোশাক পরে অনুষ্ঠানে এসেছি। পোশাকটির মাধ্যমে বোঝাতে চেয়েছি, কী পরিমাণ প্লাস্টিক আমরা পরিবেশে ছড়াচ্ছি। আর এসব যেহেতু পরিচ্ছন্নকর্মীরা খুব কাছ থেকে দেখেন, তাই তাদের মধ্য থেকে একজনকে প্রধান অতিথি করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল লতিফ (বাম থেকে দ্বিতীয়)

 

প্রধান অতিথি আবদুল লতিফ বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান শুরুর আগে আমি ঝাড়ু দিয়ে পরিস্কার করি। এ রকম কোনো অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করা হবে তা স্বপ্নেও ভাবিনি। প্রথমে ভয়ে আমার বুক কাঁপছিল। পরে স্বাভাবিক হয়েছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা শিক্ষিত মানুষ। কেন যেখানে-সেখানে ময়লা ফেলেন? সব সময় ডাস্টবিন ব্যবহার করবেন। তাহলে ময়লা ছড়াবে না। ক্যাম্পাসও পরিচ্ছন্ন থাকবে।'

স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার কবির শিশির বলেন, অনুষ্ঠানে এসে আমি পরিবেশ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। সেমিনার শেষে একটি র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।