ইবিতে ক্যান্সার সচেতনতা তৈরিতে আলোচনা সভা
ক্যান্সার সচেতনতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নারীর স্ব্যাস্থ সচেতনতায় বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিবর্ষ উদযাপন উপলক্ষে সোমবার (২ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে এ অনুষ্ঠানের আয়োজন করে ক্যান্সার সচেতনতা বিষয়ক সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ)।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন ও হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে ক্যান্সার বিষয়ক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
ক্যাপ’র উপদেষ্টা ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মাহবুবা সিদ্দীকা ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক আতিফা কাফি প্রমুখ।
অনুষ্ঠানে অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, ‘নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসামান্য অবদান রেখে ছিলেন। স্বাস্থ্য সুরক্ষায় তিনি জাতীয় পুষ্টি পরিষদ প্রতিষ্ঠা করেন, যা একজন নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ক্যাপ কুষ্টিয়া জোনের সাবেক সভাপতি সালমান শাহাদাত, বর্তমান সভাপতি রিয়াদুস সালেহীন, ক্যাপ'র বিভিন্ন পর্যায়ের সদস্য ও হলে আবাসিক শিক্ষার্থীরা।