দিল্লিতে ধর্মীয় সহিংসতার প্রতিবাদে কবি নজরুল কলেজে বিক্ষোভ
দিল্লিতে চলমান ধর্মীয় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০ টায় কলেজের মূল ফটকে তারা এ বিক্ষোভ মিছিল করেন।
এসময় মুজিববর্ষ উপলক্ষে ঢাকায় মোদির আগমনের বিরোধিতা করে তাদের ‘বঙ্গবন্ধুর বাংলায় খুনি মোদির ঠাই নাই, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দিল্লি-ঢাকা একসাথে ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, ধর্মীয় সম্প্রতির দেশ বাংলাদেশ। বঙ্গবন্ধু হলেন একজন অসাম্প্রদায়িক নেতা এমন মহান নেতার জন্মবার্ষিকীতে একজন সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, যার হাতে লেগে আছে মুসলমানদের রক্ত এমন নেতাকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না।বিভিন্ন দেশ থেকে অসাম্প্রদায়িক নেতাদের আমন্ত্রণ জানানো হউক, এদেশের মানুষ তাদের সাদরে গ্রহণ করবে।
ছাত্র অধিকার পরিষদের,কবি নজরুল কলেজ শাখার আহবায়ক, জিএম জাহিদ বলেন মোদি হচ্ছেন একজন সাম্প্রদায়িক নেতা,যার কাজ হিন্দু মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করা,সুতরাং এই নেতাকে আমরা বাংলাদেশে আসতে দিতে পারি না।
ছাত্র অধিকার পরিষদের, কবি নজরুল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক জাহিদ বলেন,অসাম্প্রদায়িক বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ মোদি যেন না আসে ।
এছাড়াও কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন রুপমিয়া হোসাইন রাজ,নাহিদ হাসানসহ আরও অনেকে।