কবি নজরুল কলেজে দুটি বাসের একটি বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা
- যায়েদ হোসেন মিশু, কবি নজরুল কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০২ মার্চ ২০২০, ০৫:১৬ PM , আপডেট: ০২ মার্চ ২০২০, ০৬:২৩ PM
রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজে প্রায় ১৭ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন। রাজধানীর দূর-দুরান্ত থেকে ক্লাস করতে আসা শিক্ষার্থীদের জন্য মাত্র দুটি বাস রয়েছে। বাস দুটির মধ্যে একটি বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে শিক্ষার্থীদের। সোমবার থেকে অজানা কারণে যাত্রাবাড়ী রুটে চলাচলকারী অগ্নিবীণা বাসটি বন্ধ হয়ে যায়।
কলেজ সূত্র জানা যায়, কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গত বছর ভাড়ায় দুটি ডাবল ডেকার বাস চালু করেছে কলেজ প্রশাসন। এরমধ্যে একটি অগ্নিবীণা। এ বাসটি যাত্রাবাড়ী রুটে চলাচল করে। ২৪ ফেব্রুয়ারি সকালে শিক্ষার্থীদের নিয়ে কলেজ ক্যাম্পাসে ফেরার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ঐ রুটে বর্তমানে বাস চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে কি কারণে বন্ধ রাখা হয়েছে, তা নিয়ে কেউ মুখ খুলছেনা।
এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা পর্যবেক্ষণে কলেজের ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ আতাউর রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চার দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছে কলেজ প্রশাসন।
অগ্নিবীণা বাসে নিয়মিত চলাচল করেন কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুর আলম। বাস বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কলেজে বাস রয়েছে দুইটি। যাত্রাবাড়ী রুটের এই বাসে গাদাগাদি করে এমন কি ঝুলেঝুলে শিক্ষার্থীরা চলাচল করে। বাস বন্ধ থাকায় কলেজে আসতে দেরি হচ্ছে। সময় মত ক্লাসে উপস্থিত হতে পারছি না।
সবুজ নামে আরেক শিক্ষার্থী বলেন, অন্যান্য কলেজে বাস বাড়ে আর আমাদের কলেজে কমে। বাস বাড়বে বাড়বে বলে কলেজ প্রশাসন শুধু আশ্বাস দেয়। এখন আবার একটা কমেছে। কারও কোনও মাথা ব্যথা নেই।
এয়ারপোর্ট, আজিমপুর, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে হাজারো শিক্ষার্থী নিয়মিত ক্লাস করে। রাজধানীর প্রাচীন এ কলেজে নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা নেই। অজানা কারণে বন্ধ থাকা বাসটিসহ নির্দিষ্ট রুটগুলোতে পর্যাপ্ত বাস চালু করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে কলেজে অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে যাত্রাবাড়ী রুটের বাসটি সোমবার থেকেই বন্ধ রাখা হয়েছে। কি ঘটেছিল তা এ মুহুর্তে বলা যাচ্ছেনা। তবে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়ে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলেই ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।