তিতুমীর কলেজ সম্প্রসারণে কাজ করবেন শিক্ষামন্ত্রী
- তিতুমীর কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০১ মার্চ ২০২০, ০৯:৩০ PM , আপডেট: ০১ মার্চ ২০২০, ১১:৫৭ PM
সরকারি তিতুমীর কলেজ সম্প্রসারণে কলেজের সাবেক শিক্ষার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনসীকে সঙ্গে নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (১ মার্চ) বিকেলে সরকারি তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২০২০’র পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব বিষয়ে কথা বলেছেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বহুদিনের দাবি পাশের রাজউকের জমিতে কলেজ ক্যাম্পাস সম্প্রসারণ করা। কিন্তু জায়গাটি শিক্ষা মন্ত্রণালয়ের না হওয়ায় আমি তেমন কিছু করতে পারছি না। তবে শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই, এই বিষয়টি আমি বাণিজ্যমন্ত্রীকে সাথে নিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।
তিনি বলেন, বঙ্গবন্ধু সততা, নিষ্ঠা, সাহস দিয়ে দেশ ও দেশের মানুষকে ভালোবাসতেন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন থেকে দীক্ষা নিয়ে সেভাবে দেশকে ভালোবাসতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ভাষা আন্দোলন আর স্বাধীনতা যুদ্ধে আমাদের শহীদরা দেশকে স্বাধীন করেছে। এখন আর আমাদের রক্ত দিতে হবে না। আমাদের যে যার অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে আমাদের সততা নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের দেশটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হবে।
সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন ঢাকা-১১ আসনের এমপি একে এম রহমত উল্লাহ, ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাসেক, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার বানু, ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ফয়েজ উদ্দিন প্রমুখ।