২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৯

ডাইনিংয়ের বাজার করে টাকা দিতেন না জাবি কর্মচারী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) তৃতীয় শ্রেণির কর্মচারীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বরাবর সাভার নামা-বাজারের মেসার্স কার্তিক সেন্টারের স্বত্বাধিকারী রতন সাহা এ অভিযোগপত্র জমা দেন। তবে এ ব্যাপারে কর্মচারী সমিতির নেতারা অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন।

অভিযোগ পত্র সূত্রে জানা যায়, অভিযুক্ত বর্তমানে এস্টেট অফিসের পিয়ন পদে কর্মরত হলেও বছর পাচেক আগে সে একটি হলের ডাইনিং কর্মচারী ছিলো। সে সময় তিনি ডাইনিংয়ের বাজার করতেন কার্তিক স্টোর থেকে। সেখানে অনেক বকেয়া থাকলেও প্রশাসন সময় মতো টাকা দেয়নি এ অজুহাতে অভিযুক্ত বকেয়া পরিশোধ করেননি।’

এ ব্যাপারে অভিযোগকারী বলেন, ‘টাকার হিসাব আমার কলাম বইয়ে লিপিবদ্ধ আছে। কোনদিন কি পরিমাণ, কত টাকার মালামাল নিয়েছে, তার হিসাব তারিখ সবই উল্লেখ আছে।’

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন জাবি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘এসব অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার ভগ্নীপতি নাইম হোসেন সাথে পারিবারিক কোলাহলের জের ধরে আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা জন্য আমার নামে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’

অভিযোগপত্রের ব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, “অভিযোগপত্র আমার হতে এসেছে। সত্যতা যাচাই করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’