ইবি কর্মকর্তাকে হত্যা হুমকির প্রতিবাদ বঙ্গবন্ধু পরিষদের
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানকে হত্যার হুমকিতে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা বঙ্গবন্ধু পরিষদ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এই প্রতিবাদ জানান পরিষদের সভাপতি-সম্পাদক।
বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার আব্দুল হান্নান শুধু মোর্শেদকেই হুমকি দেয়নি, সে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও কর্মকর্তা সমিতির সভাপতিকেও হত্যার হুমকি দিয়েছে। একজন কর্মকর্তা হয়ে তার এ দুঃসাহস মেনে নেয়া যায় না।
বঙ্গবন্ধু পরিষদ অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হান্নানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এ বিষয়ে দ্রুত আইনী ব্যবস্থা গ্রহণের আহবান জানাচ্ছে।
প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার আব্দুল হান্নান কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানকে মুঠোফোনে হত্যার হুমকি দেন। এ ঘটনায় ইবি থানায় সাধারণ ডায়েরি (জিডি) মোর্শেদ।
এর আগে ২০১৬ সালে মোর্শেদকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেন আব্দুল হান্নান। এ ঘটনায় তিনি মামলা করার পর বিশ^বিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তিবর্গের অনুরোধে সেই মামলা প্রত্যাহার করেন নেন বলে ওই জিডিতে উল্লেখ করেন মোর্শেদ।