ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে তিনি জানান, গত ২২ ফেব্রুয়ারি মধ্যরাতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা যাচাই-বাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে শেখ রাসেল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রবিউল হোসেনকে আহবায়ক, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান এবং সহকারী প্রক্টর প্রভাষক আরিফুল ইসলামকে কমিটির সদস্য করা হয়েছে।
প্রসঙ্গত, জুনিয়র কর্তৃক সিনিয়রকে মারধরকে কেন্দ্র করে গত ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। এতে উভয় গ্রুপের অন্তত ৮ নেতাকর্মী আহত হন। পরে আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।