শামসুজ্জোহা স্মরণে এডওয়ার্ড কলেজে মিলাদ মাহফিল
১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাকিস্তানি বাহিনী নৃশংসভাবে হত্যা করে ড. শামসুজ্জোহাকে। তিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ বুদ্ধিজীবী। মঙ্গলবার ৫১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তার স্মরণে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কলেজের এসএম হল সুপার মোঃ রফিকুল ইসলাম রফিকের সহযোগিতায় হল শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ আশিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদের পক্ষ থেকে কেন্দ্রীয় মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করেন পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হারুনর রশিদ, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, এসএম হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম চঞ্চল এবং এসএম হলের সকল আবাসিক বর্ডারবৃন্দ ও মসজিদের মুসল্লিগণ। মিলাদ মাহফিল শেষে ড. শামসুজ্জোহার আত্মার শান্তি কামনা করা হয়।