খুবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় নৃত্য উৎসবে ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিবে
- খুবি প্রতিনিধি
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০২:৩৮ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩১ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবির) মুক্ত মঞ্চে আগামী শনিবার (১৫ ই ফ্রেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে সিজন দুই ‘আন্তঃবিশ্ববিদ্যালয় নৃত্য উৎসব ২০২০’। এতে অংশ নিচ্ছে সারাদেশের ৯টি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অন্যতম বড় নাচের সংগঠন রিদমের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিকাল চারটায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
গতবার আন্তঃবিশ্ববিদ্যালয় নৃত্য উৎসব সিজন এক সফলভাবে খুবিতে অনুষ্ঠিত হয়েছিল । এবারের সিজন দুইতে দেশের ৯টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো-বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ঢাকা বিশ্ববিদ্যালয়( ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুপ্রবি), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা মেডিকেল কলেজ (খুমেক), বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এবং নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়।
সংগঠনটির সভাপতি দেব্রশী সেন বলেন, নয়টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি। সংগঠনটি বরাবরের মত নৃত্য বিষয়ক আয়োজনের পাশাপাশি ও অংশগ্রহণও করে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হবে না। তবে এবার আশা করা যাচ্ছে। গত বছরের আয়োজনকে এবার ছাপিয়ে তা কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।
এবারের অনুষ্ঠানে কো–স্পন্সর স্টুডিও কল্পকথা, ফটোগ্রাফি পার্টনার খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি এবং সিনেমাটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি পার্টনার পারপেল বার্ড, স্টেজ এবং ডেকোরেশন পার্টনার কারিগরি কারখানা।