নতুন প্রজন্মের বই পড়ায় আগ্রহ কম
- প্রদায়ক, নাজমুল হুদা
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৪ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:০২ PM
সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক আশরাফ হোসেন বলেছেন, ছোট বেলা থেকে আমাদের বই পড়ার খুব নেশা ছিল। বইয়ের প্রতি ছিল প্রবল ভালবাসা। তবে নতুন প্রজন্মের কাছে এ বিষয়টা ঘাটতি দেখছি। ডিজিটালাইজেশনে উদ্বুদ্ধ হয়ে তাদের বই পড়ায় তেমন কোন আগ্রহ নেই। তাই আমি বলবো, এ ডিজিটালাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহী হতে হবে।
আজ বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আয়োজিত র্যালি শেষে তিনি এসব কথা বলেন। এবারে দিবসটির স্লোগান ছিল ‘পড়বো বই, গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’
অধ্যক্ষ আশরাফ হোসেন বলেন, কলেজের আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাস শিক্ষার্থীদের পাঠাগারের দাবির বিষয়টি আমরা নজরে রেখেছি। এরই মধ্যে পাঠাগারের কাজও শুরু হয়েছে। আমরা আশা করছি এ মাসের মধ্যে আঁখি হলে পাঠাগারের কাজ শেষ হবে। এছাড়া পর্যায়ক্রমে আমাদের ছাত্রনিবাসগুলোতেও পাঠাগার স্থাপন করা হবে। এসময় তিনি শিক্ষার্থীদের অমর একুশে গ্রন্থমেলা ঘুরে আশার আহবান জানান।
এর আগে র্যালিতে তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে কলেজে একটি ছাত্রাবাস ও দুটি ছাত্রীনিবাসে গ্রন্থাগার দেওয়ার দাবি জানানো হয়েছিল।
র্যালিতে কলেজটির উপাধ্যক্ষ ড. মোসা. আবেদা সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক মালেকা আক্তার বানু, কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।