সমাবর্তনের দাবিতে স্মারকলিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
সমাবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমাবর্তনসহ ৫ দফা দাবিতে নারায়নগঞ্জে এ মানববন্ধনের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ, নারায়ণগঞ্জ জেলা আয়োজিত কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মতান্ত্রিকভাবে সমাবর্তন ও কিছু বিষয়ে সংস্কারের দাবিতে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি ও আচার্যের নিকট স্মারকলিপি প্রদান করেছেন তারা।
তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, প্রতিবছরে সমাবর্তন আয়োজন করতে হবে; কলেজগুলোতে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় করা যাবেনা; সকল বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ব্যবহারিক কোর্স চালু এবং গবেষণাগার চালু; মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষে শিক্ষক ও ক্লাসরুম সংকট দুর করতে হবে এবং কলেজগুলোকে শুধু সনদপ্রাপ্তির কেন্দ্র না করে সংস্কারের মাধ্যমে কর্মমুখী শিক্ষা পদ্ধতি চালু করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন না হওয়ায় ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সমাবর্তন হলেও দেশের সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীদের ঠিকানা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন সমাবর্তন হয় না।
এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুঃখজনক, লজ্জাজনক এবং বিব্রতকরও বলে অনেকে উল্লেখ করেছেন। এ দাবিতে উপাচার্য ও রেজিষ্টারকে স্মারকলিপি দিয়েছে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ঐক্য পরিষদ’ কেন্দ্রীয় কমিটি। একই দাবিতে গত ২৫ জানুয়ারি রাজধানীর শাহবাগে মানববন্ধন করেন তারা।
এসব শিক্ষার্থীরা বলছেন, সমাবর্তন তাদের ন্যায্য অধিকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৮ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তারা যথাযথ সম্মান পাচ্ছেনা। অথচ জব সেক্টরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রচুর শিক্ষার্থী রয়েছে। আমরা দাবি আদায়ে সোচ্চার হয়ে সমাবর্তনের দাবি আদায় করব।