ছাত্রলীগের ১০ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধরের ঘটনায় ছাত্রলীগের ১০ নেতার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
গত ২৫ সেপ্টেম্বরের ওই ঘটনায় মামলা হলে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই মাহবুব আলম গত বুধবার আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।
অভিযুক্তরা হলেন- শহীদ মশিয়ূর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বিপ্লব কুমার দে, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক খন্দকার, গণিত বিভাগের স্নাতকের জুয়েল রানা, ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও ওই বিভাগ ছাত্রলীগের সভাপতি রুহুল কুদ্দুস রোহিত, একই বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী নূর মোহাম্মদ টনি, একই বিভাগের স্নাতকের শিক্ষার্থী আসলাম উদ্দিন রবিন, শাকিল হাসান রাজু, আসিফ আহমেদ রাহিক, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের কামরুল হাসান শিহাব এবং পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মুরাদ হোসেন।