স্বপ্ন না থাকলে বড় হওয়া যায় না
- এ আর রাশেদ, ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৬ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:১৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক বলেছেন, স্বপ্ন না থাকলে কখনোই বড় হওয়া যায় না। স্বপ্ন পূরণের চাবিকাঠি হলো অদম্য পরিশ্রম ও অদমনীয় মানসিক শক্তি। তাই সাফল্যের শিখরে পৌঁছাতে হলে স্বপ্ন দেখতে হবে এবং তা লালন করতে হবে। অন্যথায় চূড়ান্ত গন্তব্যে পৌঁছানো যাবে না।
আজ সোমবার (০৩ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন প্রোগ্রামে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ‘সাধ’ থাকতে হবে। ‘সাধ’ হলো ড্রিম বা স্বপ্ন। তবে, ড্রিমের সাথে আরেকটা কথা ম্যাচিং করে বলতে হবে তা হলো- ‘সাধ্য অর্জন’। সাধ যেমন গুরুত্বপূর্ণ; উপযোগী ‘সাধ্য’ তেমনি অত্যাবশ্যক।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের মেধা উন্নত দেশগুলোর চেয়ে কোন অংশে কম নয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়েও যথেষ্ট জ্ঞান অর্জনে ব্যর্থ হচ্ছে তারা। উপযুক্ত মানের শিক্ষাই এর একমাত্র ভেষজ। বিশ^বিদ্যালয়ে পড়াশোনার চেয়ে বিষয়বস্তু উপলব্ধি করার দায়িত্ব শিক্ষার্থীদের নিজের।
দেশের শিক্ষা ব্যবস্থায় সংকটের কথা উল্লেখ্য করে তিনি বলেন, ‘আমাদের দেশের শিক্ষাঙ্গনগুলোতে অনেক ধরণের সংকটের রয়েছে। এর প্রধান কারণ হলো; শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। আরেকটি কারণ; যোগ্যতাসম্পন্ন শিক্ষকের অভাব। এর ফলেও যথেষ্ট জ্ঞান অর্জনে ব্যর্থ হচ্ছে শিক্ষার্থীরা।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ।
আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বনানী আফরীন ও শাহিদা আক্তার আশার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে সকল বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।