বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন এখন দুঃস্বপ্ন
কয়েকদিন আগেও তিনি অন্য সবার মতোই ছিলেন স্বাভাবিক। সদা হাস্যোজ্জ্বল থেকেই চুকিয়েছেন পড়ালেখার পাট। স্বপ্ন ছিল বিসিএস ক্যাডার হয়ে সমাজের সেবা করবেন। তবে সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছে।
বলছিলাম ইডেন কলেজ থেকে সদ্য মাস্টার্স শেষ করা তানিয়ার কথা। মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে তানিয়ার শরীরে। মাত্র সাতদিন আগেও নিয়মিত ছিলেন বিসিএস কোচিংয়ে। কিন্তু আজ হাসপাতালে শুয়ে কাতরাচ্ছেন তিনি।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেছেন তানিয়া। তার বাড়ি বরগুনার পাথরঘাটার লেমুয়ায়। কোচিং করা অবস্থায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তানিয়া। ডাক্তারের কাছে গেলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তানিয়ার শরীরে ধরা পরে ব্লাড ক্যান্সার।
হাসপাতালের ডাক্তার জানিয়েছেন অতিদ্রুত ভারতে নিয়ে গিয়ে তানিয়ার চিকিৎসা করালে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তবে ভারতে গিয়ে চিকিৎসা করাতে খরচ পড়বে ৩০ থেকে ৩৫ লাখ টাকা। এত বিপুল পরিমাণ টাকা তানিয়ার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না।
জানা গেছে মাত্র দশ বছর বয়সে মা’কে হারিয়েছেন তিনি। বড় হয়েছেন বাবার কাছেই। উচ্চমাধ্যমিক পাশের পর ভর্তি হন ইডেন কলেজে। টিউশনি করে নিজের খরচ চালাতেন তিনি। ইতোমধ্যেই তানিয়ার চিকিৎসায় অনেক টাকা ব্যয় হয়েছে। তার বাবার পক্ষে তানিয়ার চিকিৎসা চালিয়ে যাওয়ার আর সামর্থ্য নেই। তানিয়াকে বাঁচাতে তার বন্ধুরা বিভিন্ন ভাবে টাকা সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাতে তেমন একটা সাড়া মেলেনি।
তানিয়াকে বাঁচাতে সমাজের উচ্চবিত্তদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তার পরিবার এবং সহপাঠীরা। তারা বলছেন সমাজের বিত্তবান মানুষেরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলেই আবারো জীবন ফিরে পাবে তানিয়া।
তানিয়াকে সহযোগিতা দেওয়ার জন্য:
Asma Akter
A/C: 0200009911883
Agrani Bank
New Market Branch
Dhaka.
অথবা বিকাশ নম্বর:
01783961332
পার্সোনাল