তুরস্কের কাফকাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবির সমঝোতা চুক্তি
উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টিতে তুরস্কের কাফকাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইসলাম বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এ্যফেয়ার্স ডিভিশনের পক্ষ থেকে স্বাক্ষরিত এ চুক্তির কপি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর নিকট হস্তান্তর করা হয়।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ইন্টারন্যাশনাল এ্যফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইন্টারন্যাশনাল এ্যফেয়ার্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ জানান, এ চুক্তির মাধ্যমে ইবির ১৩টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী কাফকাস বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।
এছাড়া কাফকাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও ইবিতে এসে পড়াশুনার সুযোগ পাবেন। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স ও পিএইচডি করতে পারবেন।
এ বিষয়ে ইবি উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘চুক্তিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। যা ইবিকে আন্তর্জাতিকীকরণের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’