খুবিতে জাতীয় ফটোগ্রাফি প্রদর্শনী প্রতিযোগিতা
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) তিনদিনব্যাপী জাতীয় ফটোগ্রাফি প্রদর্শনী ও ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশের যেকোন প্রতিযোগী তার তোলা ছবি জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।
খুলনা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি (কেইউপিএস) এর উদ্যোগে আগামী ১৩-১৫ ফেব্রুয়ারী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘এনকেজিং দ্যা এক্সপোজার’ স্লোগানে দ্বিতীয়বারের মত আয়োজিত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজিত এ ফটোগ্রাফি কনটেস্ট এ প্রতিযোগীরা মোবাইল ফোন বা ক্যামেরায় তোলা ছবি পাঠাতে পারবে। ১৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারীর মধ্যে প্রতিযোগীরা তাদের ছবি জমা দিতে পারবেন। দুই বিভাগে তারা ছবি পাঠাতে পারবেন।যেখানে বিচারক হিসেবে থাকবেন বিশ্ববরেণ্য আলোকচিত্রশিল্পী আবীর আব্দুল্লাহ ।
প্রথম বিভাগে একক ছবি এবং দ্বিতীয় বিভাগে ছবির গল্প। বিচারকের মতামতের ভিত্তিতে প্রথম বিভাগে তিনজন এবং দ্বিতীয় বিভাগে দুইজন প্রতিযোগীকে নির্বাচন করা হবে। বিজয়ীদের ৩০ হাজার টাকার পুরস্কার দেয়া হবে।
উল্লেখ্য, ফটোগ্রাফিতে উৎসাহিত করতে কেইউপিএস দ্বিতীয় বারের মত এ প্রতিযোগীতার আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার থাকছে জার্নালিজম ক্লাব।