প্রাইভেটকারের গতি হারিয়ে এমসি কলেজ শিক্ষার্থীর মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২০, ০৭:১৭ PM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২০, ০৭:১৭ PM
সিলেট নগরের টিলাগড়ে দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে এমসি কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে বেপরোয়া গতিতে এসে গতিরোধে ধাক্কা লেগে প্রাইভেটকারটি উল্টে যায়। এতে প্রাইভেটকারে থাকা ওই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
নিহতরা হলেন নয়ন দাস (২৭) ও তার বন্ধু রুবেল (২৬)।
এর প্রতিবাদে শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে এমসি কলেজের পেছনের ফটকসংলগ্ন সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি, টিলাগড় থেকে আম্বরখানা যাওয়ার সড়কে স্কলার্স হোম স্কুলের সামনে কয়েক দিন আগে স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার বসানো হয়। এ কারণে দুর্ঘটনায় পড়ে নয়নদের প্রাইভেটকার।
শাহপরাণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, অতিরিক্ত স্পিড ব্রেকার ও রোড ডিভাইডার বসানোর কারণে এ দুর্ঘটনা ঘটে বলে দাবি শিক্ষার্থীদের। এ অবস্থায় স্পিড ব্রেকার অপসারণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
তিনি বলেন, শুক্রবার রাত ১১টার দিকে বেপরোয়াভাবে চালানোর কারণে প্রাইভেটকারটি উল্টে যায়। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা দুই বন্ধু নয়ন ও রুবেল আহত হন। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে নয়নকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাতে রুবেলকে ঢাকায় পাঠানো হয়। শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেল মারা যান।