রাবিপ্রবিতে স্নাতক ভর্তি পরীক্ষার্থীদের সাক্ষাৎকার
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১০টা থেকে শুরু হয় এই মৌখিক পরীক্ষা।
মৌখিক পরীক্ষা বোর্ডে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলি। ভর্তি প্রকৃয়া শেষে নবীন শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম কবে শুরু হতে যাচ্ছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি । তবে ধারণা করা হচ্ছে নতুন ক্যাম্পাসে অফিস, শ্রেণিকক্ষ স্থানান্তরের কারণে শ্রেণি কার্যক্রম শুরু হতে কিছুটা সময় লাগতে পারে ।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো । মহান বিজয় দিবস, বড়দিন, শীতকালীন অবকাশ শেষে নতুন বছরের শুরুর দিকেই তাই এই মৌখিক পরীক্ষার দিন ধার্য করে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। বিশ^বিদ্যালয়ের রেজিষ্টার সাক্ষ্যরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয় ।