২৮ ডিসেম্বর ২০১৯, ১১:০৭

তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি উৎসব আজ

সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি  © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি উৎসব পালিত হচ্ছে বর্ণিল আয়োজনে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে অপরূপ সাজে সজ্জিত তিতুমীর কলেজ ক্যাম্পাস। কলেজ গেট হতে শুরু করে প্রতিটি বিল্ডিং, আঙিনা, খেলার মাঠ সর্বোপরি পুরো ক্যাম্পাস বিভিন্ন রঙের লাইটিং, ফেস্টুনসহ নানান সাজে সুসজ্জিত করা হয়েছে।

শুধুমাত্র যারা ‘পঞ্চাশ বছর পূনর্মিলনী’র রেজিস্ট্রেশন করেছে তারাই অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও রয়েছে স্পট রেজিষ্ট্রেশনের সুযোগ। সকলের জন্য থাকছে বিভিন্ন গিফট আইটেম এবং উপকরণ।

দুপুর ১টায় সমাপ্ত হবে ১ম পর্বের মূল অনুষ্ঠান। এরপর মধ্যাহ্নভোজের বিরতি। বিরতি শেষে শুরু হবে ২য় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে তিতুমীর কলেজ ছাত্রলীগ, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব, বিএনসিসি (এয়ার উইং) তিতুমীর কলেজ কন্টিনজেন্ট, শুদ্ধস্বর কবিতা মঞ্চ, তিতুমীর নাট্যদল, স্কাউট তিতুমীর কলেজ গ্রুপ, বাঁধন তিতুমীর কলেজ ইউনিট এবং আদিবাসী ছাত্র সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

অভিনয়, আবৃত্তি, ফ্যাশন শো, বিতর্ক, নৃত্য, শোবিজ, আদিবাসী সঙ্গীত-নৃত্য আর সঙ্গীতে মেতে উঠবে অনুষ্ঠান মঞ্চ। তারপর সন্ধা থেকে শুরু হবে অতিথী শিল্পী এবং ব্যান্ড দলের সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো আয়োজন জুড়ে নিরাপত্তার দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সহযোগিতায় থাকবে বিএনসিসি (এয়ার উইং) তিতুমীর কলেজ কন্টিনজেন্ট এবং রোভার স্কাউট সরকারি তিতুমীর কলেজ গ্রুপ।

এই অনুষ্ঠান উদ্‌যাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

প্রসঙ্গত, তিতুমীর কলেজ দেশের অন্যতম বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান। অধ্যয়নরত শিক্ষার্থী অনুযায়ী দেশের একক বৃহত্তম শিক্ষাঙ্গনের নামকরণ করা হয় মুক্তিযুদ্ধের সূচনালগ্নে। এই কলেজের নাম ছিল জিন্নাহ কলেজ। স্বাধীনতা আন্দোলনের চেতনায় শিক্ষার্থীরা কলেজের নাম পাল্টে করে তিতুমীর কলেজ। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটি ৫০ বছর পার করেছে। এই উপলক্ষে পূর্তি উৎসবের আয়োজন করেছে সরকারি তিতুমীর কলেজ অ্যালামনাই এ্যাসোসিয়েশন।