প্রয়োজন আরও ১০ লাখ, বাবাকে লিভার দেয়া সেই ছাত্রীর আকুতি
বাবাকে বাঁচাতে দিতে হচ্ছে নিজের লিভার। বন্ধুদের সহযোগিতায় বাবার চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা সংগ্রহ হয়েছে। প্রয়োজন আরও ১০ লাখ টাকা। তবুও হাল ছাড়েননি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী উর্মি আচার্য্য।
বাবা নারায়ন আচার্য্য দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছেন। জানা যায়, গতকাল বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য বাবাকে দিল্লিতে নিয়ে যান উর্মি। যদিও অপারেশনের পুরোপুরি টাকা এখনও ম্যানেজ হয়রি। তবুও বাবার অবস্থার অবনতি হওয়ায় ট্রিটমেন্ট শুরুর জন্য ভারতে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসার জন্য এখনও ১০ লক্ষ টাকার প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে যোগাড় করা অসম্ভব। তাই বাবার চিকিৎসার জন্য সকলের সহযোগীতা চেয়েছেন উর্মি।
তিনি বলেন, ‘আপনাদের সকলের ভালবাসা আর পরিশ্রমের কারণে আমি সামনে এগোনোর সাহস পেয়েছি ৷ বারবার হতাশ হয়েছি, পরে আবারো আপনাদের আর ঈশ্বরের উপর ভরসা রেখেছি, বিশ্বাস রেখেছি যে আমি আমার বাবাকে সুস্থ করে তুলবই এবং তার জন্যে যা যা করার দরকার সব করেছি ৷’
তিনি আরো বলেন, ‘হয়তো আরো কিছুদিন এইভাবে টাকা তুললে ২৫ লক্ষ টাকা তুলেই বাবাকে নিয়ে ইন্ডিয়াতে যেতে পারতাম ৷ কিন্তু এতদিনে বাবার শরীরও খারাপ হয়ে যাচ্ছিল, তাই ট্রিটমেন্ট শুরু করার জন্যে আজ আমি ইন্ডিয়াতে আসলাম, আপনাদের উপরেই আস্থা রেখে।’
উর্মি বলেন, ‘আমার এই বিপদে যারা পাশে ছিলেন তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত নারায়ন আচার্য্যকে চূড়ান্ত চিকিৎসা হিসেবে লিভার ট্রান্সপ্লান্ট এর কথা জানান চিকিৎসকরা। কিছুদিন দেশে চিকিৎসা নেয়া হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়।
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ, (পার্সোনাল) – ০১৭০৩৫১৯৯৭৭
বিকাশ, ০১৭২৩৬০২২০৫
ডাচ বাংলা ব্যাংক হিসাব নম্বর- ১৯৪১০১৪১৩২৩ (ঊর্মি রাণী আচার্য্য)।