ববির ভর্তিচ্ছুদের জন্য মেয়রের ফ্রি বাস সার্ভিস

  © টিডিসি ফটো

আজ শুক্রবার থেকে শুরু হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা। পরীক্ষার্থীদের ভোগান্তি থেকে মুক্তি দিতে ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, রূপাতলী বাস টার্মিনাল এবং লঞ্চঘাট এলাকা থেকে বাসগুলো যাতায়াত করবে। ১২টি বাস ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে বলে জানা গেছে।

জানা গেছে, দ্বিতীয় দিনও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের একইভাবে প্রয়োজনীয় ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা থাকবে। বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার প্রথম দিন সকালে ‘খ‘ ইউনিট এবং বিকেলে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার সকালে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেবে প্রায় অর্ধলাখ শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ