১৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৬

কাল থেকে বেরোবিতে শীতকালীন ছুটি শুরু

  © ফাইল ফটো

শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ১৩ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। তবে এসময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে।

বুধবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট এবং জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল (১৯ ডিসেম্বর) থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল প্রকার একাডেমিক কার্যক্রম (ক্লাস, পরীক্ষা) বন্ধ থাকবে।

তবে, এসময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমুহ খোলা থাকবে। ৩০ ডিসেম্বর থেকে প্রশাসনিক কার্যক্রম এবং ১লা জানুয়ারি থেকে সকল প্রকার একাডেমিক কার্যক্রম যথারীতি চালু হবে। ছুটি চলাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার পরিবহন চলাচল বন্ধ থাকবে।