কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলোচনা ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে গাজীপুরের শিক্ষার্থীদের সংগঠন জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গাজীপুর। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
সংগঠনের সভাপতি ফরহাদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান।
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ বাশারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ, বঙ্গবন্ধু হল শাখার সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এএসএম সায়েম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জি. এম. মনিরুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের শেষ সময়ে যখন বাঙালি জাতি বিজয়ের দ্বারপ্রান্তে, তখন পাকস্তানি হানাদার বাহিনী এ দেশকে মেধাশূন্য করতে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করে। এ নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে তারা আমাদের দেশকে পঙ্গু করে দিতে চেয়েছিল। বিজয়কে ধুলিসাৎ করতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে। আমরা বিজয় লাভ করেছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ এ দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের বুদ্ধিজীবীদের স্মরণ করছি, তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
এসময় জাগ্রত চৌরঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন গাজীপুরের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।