বন্ধ ঘোষণার পরদিনই সান্ধ্য কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি জবির
ইউজিসির নির্দেশনার প্রেক্ষিতে গতকাল সব ধরনের সান্ধ্য কোর্সে নতুন ভর্তি বন্ধের ঘোষণা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। যদিও এর একদিনের মাথায় আজ সান্ধ্যকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান অনুষদ।
শুক্রবার (১২ ডিসেম্বর) একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির রসায়ন বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স প্রোগ্রামে ভর্তি আবেদন আহ্বান করা হয়েছে। এতে বলা হয়, উইন্টার ২০২০ সেশনে ভর্তি আবেদনপত্র সংগ্রহ করা যাবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। আর আবেদনপত্র জমা দেয়া যাবে ২৭ ডিসেম্বর ২০১৯ থেকে ১৬ জানুয়ারি ২০২০ পর্যন্ত।
যদিও গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সব ধরনের সান্ধ্যকালীন কোর্সে নতুন করে ভর্তি না নেয়ার ঘোষণা দেয় জবি কর্তৃপক্ষ।
বন্ধ ঘোষণার পরও ভর্তি বিজ্ঞপ্তি দেয়া প্রসঙ্গে জানতে চাইলে বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. পেয়ার আহম্মেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ ভর্তি বিজ্ঞপ্তি বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। কে বা কারা এ বিজ্ঞপ্তি দিয়েছেন আমি সেটি বলতে পারব না।
এর আগে গত বুধবার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সান্ধ্যকালীন কোর্স বন্ধসহ ১৩ দফা নির্দেশনা পাঠায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।