ইবির পরীক্ষায় অসদুপায়, ১০ শিক্ষার্থীকে শাস্তি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯, ০৮:৪৪ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০১৯, ০৮:৪৪ PM
ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বিভিন্ন বিভাগের ১০ শিক্ষার্থী কোর্স ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় একজনের এক শিক্ষাবর্ষ, তিনজনের এক সেমিস্টার এবং ছয়জনের এক সেমিস্টার বাতিল করা হয়।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি জানান, গত সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির ৫৫তম সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোর্স ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মং সিং মারমার তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষা-২০১৯ এর সব পরীক্ষা বাতিল করা হয়।
পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা অন্তরা, লোক প্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রিতম মজুমদার, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হুদা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব আহমেদ তুহিন, ফিরোজ আহমেদ, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী হোসাইনের এক কোর্স বাতিল করা হয়।
এছাড়াও গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুন্নাফ আলী, রাশেদ পারভেজ ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহমিদা আক্তার নিশির এক সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়।