নকলসহ হাতেনাতে ধরা পড়ল বেরোবির এক শিক্ষার্থী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নকলসহ হাতেনাতে ধরা পড়েছে অর্থনীতি বিভাগের সমিরন সরকার তমাল (এস সরকার) নামের এক শিক্ষার্থী।
শনিবার (২৩ নভেম্বর) অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার ফাইনাল চলাকালীন সময়ে নকলসহ ধরেন বিভাগের সহকারি অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম নীরব।
বিষয়টি নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোরশেদ হোসাইন।
জানা যায়, অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের ইকো-২২০৪ ‘ডেভেলপমেন্ট এক্সপেরিমেন্ট অফ মডেল’ কোর্সের ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার ২ ধন্টা পর পাচটি এস সরকারকে চিরকুটসহ হাতেনাতে আটক করেন পরীক্ষা কক্ষে দায়িত্বে থাকা বিভাগের সহকারি অধ্যাপক খন্দকার জাহাঙ্গীর আলম নীরব। এস সরকার বিভাগের বিগত পরীক্ষাগুলোতেও নকল করে পরীক্ষা দিয়েছেন বলেও সহপাঠীদের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোরশেদ হোসাইন বলেন, নকল করার সময় তাকে সাময়িক পরীক্ষা বাতিলের নিয়ম নেই। তবে আগামীকাল (রোববার) মিটিংয়ে বসে তাকে বহিষ্কারের জন্য শৃঙ্খলা বোর্ডে সুপারিশ করা হবে। এরপর শৃঙ্খলা বোর্ডের প্রতিবেদন অনুযায়ী সিন্ডিকেট তার বহিষ্কারের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, পরীক্ষায় যারা অসাদুপায় অবলম্বন করে তারা শুধু বিভাগের নয় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করছে। এমন শিক্ষার্থীর কঠোর শাস্তি হওয়া উচিৎ।