১৯ নভেম্বর ২০১৯, ১৫:৪১

৭ দিন পেঁয়াজ বর্জনের শপথ ইবি শিক্ষার্থীদের

সারাদেশে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখার উদ্যোগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র সামনে এ মাবনবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সিন্ডিকেট করে জনসাধারণ তথা ভোক্তাদের জিম্মি করে পেঁয়াজের মূল্য বাড়ানো হয়েছে। যার ফলে সারা দেশের মানুষ আজ চরম সংকটের মধ্যে রয়েছে। আমরা এসব সিন্ডিকেট বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি।

এসময় মানববন্ধন থেকে আগামী ৭দিন (১৯ থেকে ২৬ নভেম্বর) পেঁয়াজ বর্জনের শপথ গ্রহন করেন শিক্ষার্থীরা। কনজুমার ইয়ুথ ইবি শাখার সভাপতি শামিমুল ইসলাম সুমন এ শপথ বাক্য পাঠ করান। এসময় পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রনে আনার জন্য সরকারের প্রতি চার দফা দাবি তুলে ধরা হয়।



জানা যায়, সারা দেশে পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কনজুমার ইয়ুথ বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টায় একযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসেও এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।