বেরোবি’র ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আজ
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ১২:৩৫ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০১৯, ১২:৪৬ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের সম্মান (স্নাতক) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। দুপুর আড়াইটাই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান বলেন, আজ ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করার জন্য সভা হবে। সেই সভা শেষে দুপুর আড়াইটাই সকল ইউনিটের ফলাফল উন্মুক্ত করা হবে।
তিনি আরও বলেন, আগামী ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষায় উর্ত্তীর্ণদের অনলাইনে চয়েস ফরম পূরণ করতে পারবে। ২৮ নভেম্বর শিক্ষার্থীদের পছন্দকৃত বিভাগ বরাদ্দ দিয়ে তালিকা প্রকাশ করা হবে। এরপর তালিকাপ্রাপ্তদের যাচাই-বাছাই করে ভর্তি করানো হবে ২ এবং ৩ ডিসেম্বর। পরবর্তীতে শূন্য আসনের বিপরীতে বিভাগভিত্তিক দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে ৫ ডিসেম্বর।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।