সন্ত্রাস-চাঁদাবাজদের তালিকা করবে স্টুডেন্ট রাইটস এ্যাসোসিয়েশন

  © টিডিসি ফটো

শিক্ষা জীবনে সন্ত্রাসী এবং চাঁদাবাজি কর্মকান্ডে জড়িতদের তালিকা প্রকাশ করার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন স্টুডেন্ট রাইটস এ্যাসোসিয়েশন।

রবিবার (১৭ নভেম্বর) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পাতায় এক স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণার দিয়েছে সংগঠনটি।

জানতে চাইলে সংগঠনটির সভাপতি কে এ এম সাকিব জানান, আমরা অনুসন্ধানের মাধ্যমে কারা কারা সন্ত্রাসী ও চাঁদাবাজিতে জড়িত তাদের সনাক্ত করে তাদের পরিবারের কাছে যোগাযোগ করব।

পরিবারের সাথে কেন যোগাযোগ করা হবে জানতে চাইলে তিনি বলেন, যেহেতু অনেক সময় অভিযুক্তরা প্রশাসনের ছত্রছায়ায় পার পেয়ে যায় সেক্ষেত্রে এই পদ্ধতিটাই বেশী কাজে দিবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২২ ডিসেম্বর যাত্রা শুরু করে এই সংগঠনটি। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রম করে আসছে সংগঠনটি।


সর্বশেষ সংবাদ