খরা মৌসুমের দোহাই দিয়ে ভবন নির্মাণে নিম্নমানের ইট!
- হাবিবুল্লাহ আল মারুফ, জাককানইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০১৯, ০৯:৫৪ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০১৯, ১০:৩১ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নির্মাণাধীন ব্যবসায় প্রশাসন অনুষদে নিম্নমানের ইট ব্যবহার করছে দায়িত্বরত হাবিব এবং কোং কনস্ট্রাকশন নামের প্রতিষ্ঠান।
শুক্রবার (৮ নভেম্বর) বিকালে অনুসন্ধানে দেখা গেছে, ভবন নির্মাণে রজব কোম্পানির ইট ব্যবহার করা হয়েছে। ইটগুলো খুবই নিন্মমানের এবং ভঙ্গুর বলে জানান নির্মাণ সংশ্লিষ্টরা।
এ নিয়ে ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা নিয়ন্ত্রিত সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিম্নমানের ইট ব্যবহারে নিষেধ করেছিলেন। প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমন নিম্নমানের ইট ব্যবহার করছে এ কনস্ট্রাকশন কোম্পানি।
পড়ুন: হলে ঢুকতে না পেরে ভর্তিচ্ছু ছাত্রীর আহাজারি (ভিডিও)
এ বিষয়ে জানতে চাইলে একজন নির্মাণশ্রমিক বলেন, বর্তমানে খরা মৌসুমে ইট না থাকায় এমন নিম্নমান ইট ব্যবহার করা হচ্ছে।
কন্সট্রাকশন ম্যানেজার লিংকন বলেন ঢাল মৌসুম থাকায় এমন ইট তবে নিম্নমানের ইট ইতিমধ্যে আমরা ফেরত দিয়েছি এবং সেখান থেকে বাছাই কৃত ভালো গুলো ব্যবহার করছি। বর্তমানে নিম্নমানের ইট ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন বাছাই করার সময় দুই একটি নিম্নমানের ইট চলে যেতে পারে।
পড়ুন: পরিচয় গোপন করে চলচ্চিত্র পুরস্কারের তালিকায় ভারতীয়!
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী (সিভিল) এ কে এম জহিরুল হাছান বলেন, নিম্নমানের ইট ব্যবহারে সম্পূর্ণ রূপে নিষেধাজ্ঞা রয়েছে। আমার ব্যক্তিগতভাবে এব্যাপারে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না তবে প্রোকৌশলী দপ্তর সম্মেলিত হলে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার শীল বলেন, আমি নিম্নমানের ইট গুলো সরিয়ে নেওয়ার জন্য বলেছিলাম তবে প্রশাসনের সিন্ধান্ত ছিল বাছাই কৃত ভালো ইট গুলো ব্যবহার করা।
আরো পড়ুন: