নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভিসির বাসভবনের সামনে কনসার্ট

  © টিডিসি ফটো

নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে প্রতিবাদী কনসার্ট শুরু করেছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে প্রতিবাদী গান পরিবেশন করেন তারা। গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনায় কনসার্ট মুখর করে তুলেছেন তারা। সেখানে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে আছে পুলিশ।

এদিকে যেকোন ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের বাইরে অবস্থানরত কোনাে শিক্ষার্থী ক্যাম্পাসে এসে সভা-সমাবেশ, মিছিল কিংবা কোন অফিস বা আবাসিক এলাকায় অবস্থান করতে পারবে না। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কনসার্ট

এর আগে সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ করছেন তারা।


সর্বশেষ সংবাদ