নজরুল বিশ্ববিদ্যালয়ে আসনপ্রতি লড়বে ৩৩ ভর্তিচ্ছু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নি ৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৪ হাজার ৮২২ জন। যেখানে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৩ জন। ভর্তি পরীক্ষায় এবছর থেকেই প্রথম বারের মত থাকছে লিখিত পরীক্ষা।
স্নাতক (সম্মান) ১ম বর্ষে ২০১৯-২০ শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়ায় গত ভর্তি পরীক্ষা থেকে ফরমের মূল্য বৃদ্ধি ও আবেদন যোগ্যতায় জিপিএ বৃদ্ধি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন । মূল্য বৃদ্ধির কারণ হিসেবে নতুন সংযোজন লিখিত পরীক্ষার খরচকে দেখানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৪ অনুষদের ভর্তি পরীক্ষা ৫টি ইউনিটে বিভক্ত করে আবেদন প্রক্রিয়া শুরু হয়। যেখানে কলা অনুষদের আওতায় A ইউনিটে ১৫৫ আসনের বিপরীতে আবেদন করেছে ৬ হাজার ৯৮৮জন। যেখানে প্রতি আসনে পরীক্ষার্থী সংখ্যা ৪৫ জন। বিজ্ঞান অনুষদ এর B ইউনিটে ১৬০ আসনের বিপরীতে আবেদন করেছে ৮হাজার ৮৫৯জন। যেখানে প্রতি আসনে পরীক্ষার্থী সংখ্যা ৫৫ জন। ব্যবসায় প্রশাসন অনুষদ এর আওতায় C ইউনিটে ২০০ আসনের বিপরীতে আবেদন করেছে ৫হাজার ১৮৯ জন। যেখানে প্রতি আসনে পরীক্ষার্থী সংখ্যা ২৬ জন । সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় D ইউনিটে ৪০০ আসনের বিপরীতে আবেদন করেছে ১২হাজার ১০ জন । যেখানে প্রতি আসনে পরীক্ষার্থী সংখ্যা ৩০ জন। কলা অনুষদের আওতায় E ইউনিটে ১৪৫ আসনের বিপরীতে আবেদন করেছে ১ হাজার ৭৭৬ জন । যেখানে প্রতি আসনে পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন ।
আবেদন প্রক্রিয়ার বিষয়ে ওয়েবসাইট, প্রশ্নপত্র ও এস এম এস উপ কমিটির সভাপতি ড. মোঃ শেখ সুজন আলী বলেন, ফরমের মূল্য বৃদ্ধি ও আবেদন করতে জিপিএ বৃদ্ধির পরেও গতবার থেকে এবারের আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার । এবার কোন অভিযোগ ছাড়াই সুন্দর ভাবে আবেদন করতে পেরেছে শিক্ষার্থীরা ।
উল্লেখ্য গত ১-৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি আবেদন প্রক্রিয়া চলমান ছিল। আগামী ১৭-২১ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।