২৯ বছরেও এমপিওভুক্তি থেকে বঞ্চিত তাজপুর কলেজের ডিগ্রি শাখা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৯, ০৯:৩৮ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০১৯, ১০:০৫ PM
দীর্ঘ ৯ বছর পর দুই হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার (২৩ অক্টোবর) গণভবনে এ ঘোষণা দেন তিনি। এমপিওভুক্তির বিশাল তালিকা থাকলেও এ তালিকায় স্থান হয়নি ওসমানীনগরে গত ২৯ বছর ধরে ডিগ্রি কোর্স চালু থাকা তাজপুর কলেজের ডিগ্রি শাখা।
সংশ্লিষ্টদের অভিযোগ, সরকার প্রবর্তিত নিয়ম অনুযায়ী এমপিওভুক্তির আবেদন করলেও তালিকায় কলেজটির নাম আসেনি। এমপিওভুক্তির তালিকা থেকে বাদ পড়া প্রতিষ্ঠানটির ডিগ্রি শাখা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তারা।
জানা যায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত তাজপুর ডিগ্রি কলেজ ইন্টারমিডিয়েট (এইচএসসি) পর্যন্ত এমপিওভুক্ত রয়েছে। দুই সহস্রাধিক শিক্ষার্থী অধ্যয়নরত কলেজটিতে ১৯৯০ সাল থেকে ডিগ্রি কোর্স চালু রয়েছে। কিন্তু ডিগ্রি পর্যায় এমপিওভুক্ত না থাকায় অনারারি শিক্ষক দিয়েই পরিচালিত হয়ে আসছে কলেজটি। এতে শিক্ষকের অভাবে পাঠদানে ব্যাঘাত ঘটছে।
এদিকে ঘোষিত এমপিওভুক্তির তালিকায় ওসমানীনগরের ৫টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। তার মধ্যে নিম্নমাধ্যমিক পর্যায়ে কেজিডিএস উচ্চ বিদ্যালয়, শাহ সিদ্দিক জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, মজনু মিয়া একাডেমি, চাতলপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসা, কলেজ পর্যায়ে বুরুঙ্গা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজ শাখা এবং শাহ জালাল (র.) আলিম মাদ্রাসার ফাজিল শাখা রয়েছে। তালিকায় স্থান পাওয়া প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এছাড়া কয়েকবছর ধরে এমপিওর দাবিতে মাঠে ছিলেন ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়। তাদের নিজেদের প্রতিষ্ঠানও এমপিওর তালিকায় স্থান পায়নি। এটিকে ভাগ্যের পরিহাস বলে উল্লেখ করছেন অনেকে।
গোলাম মাহমুদুন্নবী ডলারের প্রতিষ্ঠান খুলনা আইডিয়াল কলেজ। আর বরিশাল উজিরপুরে বিনয় ভূষণ রায়ের জল্লা ইউনিয়ন আইডিয়াল কলেজ। বর্তমান নীতিমালার আলোকে এবার প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে। এ নীতিমালায় অসঙ্গতির কারণে অনেক প্রতিষ্ঠানের মতো তাদের প্রতিষ্ঠারও বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে।
এমপিওভুক্তি নিয়ে দেখা গেছে ভিন্ন দৃষ্টান্তও। প্রধানমন্ত্রীর ঘোষণার পর এমপিও ভুক্তির তালিকায় অন্তর্ভুক্তির সংবাদ পেয়ে রাতের আঁধারে পঞ্চগড়ের একটি প্রতিষ্ঠানে সাইনবোর্ড স্থাপন, ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো স্থাপনের কাজ শুরু হয়েছে। বুধবার রাত থেকে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশাল শিরি ইউনিয়নের নতুন হাট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ নামের ওই প্রতিষ্ঠানের কাজ শুরু করে কর্তৃপক্ষ।
তাজপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনু মিয়া বলেন, এইচএসসি পর্যায়ে এমপিওভুক্ত কলেজটি ১৯৯০ সাল থেকে ডিগ্রী কোর্স চালু রয়েছে। কিন্তু সব ধরণের যোগ্যতা থাকা সত্ত্বেও কলেজের ডিগ্রী পর্যায় কেন এমপিওভুক্ত হল না বুঝতে পারছি না।